ফরিদপুরে কে এম কলেজের সুবর্ণ জয়ন্তিতে বসছে মিলনমেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কাজী মাহবুব উল্লাহ (কে এম) বিশ্ববিদ্যালয় কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বসছে দুই দিনব্যাপী নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। বিশিষ্ট অতিথিদের আগমনের পাশাপাশি আয়োজন করা হচ্ছে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের।
ভাঙ্গা উপজেলার শহরের প্রাণকেন্দ্র কুমার নদের তীরে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ কাজী মাহবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ। ১৯৬৫ সালে সমাজ সেবক ও দানবীর কাজী মাহবুব উল্লাহ এটি প্রতিষ্ঠা করেন। সময়ের বিবর্তনে এটি প্রথমে উচ্চ মাধ্যমিক পরে স্নাতক, সর্বশেষে কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়েছে। এই বিদ্যাপীঠের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কলেজটি থেকে বহু শিক্ষার্থীর পাশাপাশি অনেক প্রতিথযশা গুণী ব্যক্তিত্ব তৈরি হয়েছেন।
সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুযারি দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। এ ছাড়া আরো থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কাজী শহিদুল্লাহ, কলেজের সাবেক ছাত্র অতিরিক্ত সচিব মজিবর রহমান, এফবিসিআইএয়ের সাবেক সভাপতি এ কে আজাদ প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস, মনির খান, সালমা, পড়শী, রিংকুসহ এক ঝাঁক শিল্পী।
অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। অতিথিদের বরণ করার জন্য মঞ্চ তৈরি করার কাজও পুরোদমে এগিয়ে চলছে।বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিনটির জন্য। কলেজের শিক্ষার্থী শাহনাজ আক্তারী ও শারমিন সুলতানা বলেন, ‘আমরা এই কলেজে অধ্যয়ন করেছি। আর এই কলেজে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান পেয়ে অভিভূত ও গর্বিত।’ কলেজের সাবেক শিক্ষার্থী ও ভিপি শরিফুজ্জামান শরীফ বলেন, ‘৫০ বছর পূর্তিতে কলেজের পক্ষ থেকে এত বড় একটি অনুষ্ঠানের আয়াজন করার জন্য সবাইকে অভিনন্দন জানাই।’ সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক মজিবর মুন্সি, এ টি এম ফরহাদ নান্নু, অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এই রকম একটি অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁরা অপেক্ষার প্রহর গুনছেন।
এ ব্যাপারে সুবর্ণ জয়ন্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক এস এম সরোয়ার হোসেন বলেন, ‘কাজী মাহবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তি-২০১৫ অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আক্লান্ত পরিশ্রম করছি। যাতে আমাদের এ অনুষ্ঠান আগামী ৫০বছর ফরিদপুর জেলার মধ্যে কেউ রেকর্ড ভাঙ্গতে না পারে। এরই মধ্যে আমাদের সাবেক ও বর্তমান মিলে ছয় হাজার রেজিস্ট্রেশন হয়েছে।’
কে এম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও সুবর্ণ জয়ন্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোশায়েদ হোসেন ঢালী বলেন, ‘গত বছর আমাদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে অনুষ্ঠানটি এ বছর করার সিদ্ধান্ত নিতে হয়।’