নেত্রকোনায় মাদক ব্যবসার দায়ে দুজনকে ৬ মাস সাজা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে বিভিন্ন ব্যান্ডের ১৫৮ বোতল ভারতীয় মদ, বিপুল যৌন উত্তেজক বড়ি ও চকলেটবোমা জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম ও ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে আজ বুধবার বিকেল ৫টার দিকে দুর্গাপুরের তেরীবাজার ঘাটে সবুজ মিয়ার মনোহারী দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৫৮ বোতল ভারতীয় মদ, প্রচুর যৌন উত্তেজক বড়ি ও চকলেটবোমা উদ্ধার করা হয়।
এর সঙ্গে জড়িত থাকার দায়ে পৌরসভার বাসিন্দা দোকান মালিক সবুজ মিয়া (৪৮) ও উকিলপাড়ার আনিছুর রহমানকে (৩০) ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাদকদ্রব্য জনসম্মুখে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।