সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘দৈনিক বাঙ্গালী’ খবরের সম্পাদক সেলিম মোল্যা সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা নুরুল ইসলাম নাহিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন।
আজ বুধবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন সালথা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. আজিজুর রহমান। এ নির্বাচনে দুই বছরের জন্য সিনিয়ির সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান (দৈনিক ভোরের ডাক), সহ-সভাপতি এম কিউ হোসাইন বুলবুল (দৈনিক আজকের সারাদেশ), সহসভাপতি আবু নাসের হুসাইন (দৈনিক নবচেতনা, আমার ফরিদপুর ডটকম), সহসভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু (দৈনিক গণসংহতি), যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মারুফ (ফাস্ট বিডি নিউজ), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (ওয়ান নিউজ বিডি ডটকম), দপ্তর সম্পাদক মজিবুর রহমান (দৈনিক বজ্রশক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপক মণ্ডল (দৈনিক পুনরুত্থান), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন (দৈনিক একুশে সংবাদ) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম (দৈনিক সমকাল), হারুন-অর-রশীদ (সময়ের কণ্ঠস্বর), সাখাওয়াত হোসেন সহিদ ( দৈনিক ফতেহাবাদ), মিঞা লিয়াকত হোসেন (দৈনিক নয়াদিগন্ত) নির্বাচিত হন।