ছাত্রলীগের ক্যাডাররা ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে : চবি উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান সংঘর্ষের ঘটনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজ রোববার (৩১ আগস্টে) এ হামলায় তিনি নিজেও ইটের আঘাতে আহত হন।
শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আহত কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের সকল ক্যাডাররা, বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হামলা চালিয়েছে। তারা আমাদের শিক্ষকদের মারছে, ছাত্রদেরকে মারছে।’
উপ-উপাচার্য আরও বলেন, চট্টগ্রাম হাসপাতালে আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি। আমাদের চার-পাঁচশ ছাত্র আহত হয়েছে। আমরা কোন জগতে আছি?
এক শিক্ষার্থী বলেন, আমাদের এক ভাইকে ধানের ক্ষেতের মধ্যে ফেলে চাপাতি দিয়ে কোপানো হয়েছে, যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
আহত আরেক শিক্ষার্থী বলেন, আমার হাত, পাসহ পুরো শরীরে আঘাত করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। সেই ঘটনার জেরেই রোববার আবার সংঘর্ষ বাধে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। আজ বিকেল ৪টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ক্যাম্পাসের আশপাশে প্রবেশ করে। এ সময় অন্তত ১০টি গাড়ি অভিযানস্থলে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। এ সময়ে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, অস্ত্র বহন বা পাঁচজনের বেশি লোকের একত্র হওয়া নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।