কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টায় জেলা শহরের পুরান থানা এলাকার ইসলামিয়া মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কালীবাড়ী মোড়ে বিজয় চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, জাসাসের সভাপতি সন্দীপ রায়, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং ছাত্রদলের জেলা সভাপতি তারিকুজ্জামান পার্নেল।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহার এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবি করেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করে।