কুমারখালী বিএনপির কমিটি গঠন: সভাপতি আনছার, সম্পাদক লুৎফর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান। এছাড়া, রাসেল উদ্দিন বাবু সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আব্দুল মজিদ এই তথ্য নিশ্চিত করেন।
কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু হয়ে ভোট চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ জন ভোটারের মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন।
সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, নানা জল্পনা-কল্পনা শেষে ভোটাররা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতা নির্বাচিত করেছেন। নতুন কমিটি সব বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে।