কিশোরগঞ্জের বাজিতপুরে ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এক নারী। আজ দুপুরে উপজেলার দিলালপুর ইউনিয়নের দরিয়াকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত ধনু মিয়ার স্ত্রী সমস্ত বানুর (৭০) সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে জালাল মিয়া (৩২) ঘরে থাকা ধারালো দা দিয়ে তার মায়ের গলায় আঘাত করে।
অতিরিক্ত রক্তক্ষরণের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক জালাল মিয়া পালিয়ে যায়। সে বাজিতপুর ইজিবাইক স্ট্যান্ডে লাইনম্যানের কাজ করত বলে জানা গেছে।
খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সম্ভবত পারিবারিক কলহের কারণে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক জালালকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।