নেত্রকোনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ

নেত্রকোনার পাঁচটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাঁচজন মেয়র ও ৬০ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালাউদ্দিন।
শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মতিয়র রহমান খান।
এ সময় সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিকসহ জেলার বিভিন্ন বিভাগের প্রধান, পাঁচটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শপথ শেষে নবনির্বাচিতদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান ও নেত্রকোনা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ডেইজি রহমান।
নেত্রকোনায় পাঁচটি পৌরসভায় মেয়র পদে চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। আর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন। পাঁচটি পৌরসভায় ১৫ জন মেয়র পদে এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।