আল্লাহ, রাসুলের পথে চলতে হবে : সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, ‘আল্লাহ, রাসুল (সা.) যা বলে গেছেন, সে মতে আমাদের চলতে হবে। কে কী ফতোয়া দিল সে মোতাবেক চলা যাবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।’
শনিবার বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউপি পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাজেদা চৌধুরী এসব কথা বলেন।
সংসদ উপনেতা আরো বলেন, বড়দের সালাম দিতে হবে, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। শিক্ষা গ্রহণ না করলে কিছুই জানা যায় না।
সাজেদা চৌধুরী আরো বলেন, ‘আপনার-আমার স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো নেই। সে জন্য নারী-পুরুষ উভয়কে কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য উচ্চতর শিক্ষা লাভ করতে হবে। ধর্মকে আঘাত করা যাবে না। আল্লাহ, রাসুল (সা.) মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন।’
ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন মাতুব্বরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান প্রমুখ।
মাঝারদিয়া ইউপি পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।