বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, নেত্রকোনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ১৭ সদ্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন এস এম সালাউদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান।
কাল রাতে জেলা শহরের মোক্তারপাড়া নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় প্রাঙ্গণে প্রাক-নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটি ঘোষণা করা হয়।
জেলার ১০টি উপজেলার খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রাক-নির্বাচনী সভা হয়। এতে সভাপতিত্ব করেন এস এম সালাউদ্দিন।
প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান খান।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি উত্তম কুমার দাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইমদাদুল ইসলাম শিকদার। এ ছাড়া সমিতির কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দেন।