কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
আজ শনিবার দুপুরে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর গাজী গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জেলা কিশোরগঞ্জে টুর্নামেন্টের আয়োজন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। দীর্ঘদিন পর কিশোরগঞ্জে ক্রিকেটের আয়োজন হওয়ায় স্টেডিয়ামে গ্যালারি ও আশাপাশের খালি জায়গায় বিপুলসংখ্যক দর্শক খেলা দেখতে জমায়েত হয়।
গাজী গ্রুপের সৌজন্যে টুর্নামেন্টে ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রথম পর্যায়ে চারটি গ্রুপে ও পরে আটটি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ক্রিকেটে ধীরে ধীরে বাংলাদেশ সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। একসময় ফুটবলে আমরা দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন ছিলাম।’ তিনি এ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্টেডিয়ামের গ্যালারি, জিমনেশিয়াম, সুইমিংপুলের জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়ে বলেন, এখানে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে খেলার আয়োজন করা হবে।
এরপর অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় শাহ আলম মেমোরিয়াল টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে অ্যালাইড স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রশান্ত সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে শাহ আলম মেমোরিয়াল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়সূচক রান করে। বিজয়ী দলের হাসান জাকির বাপ্পী ৩১ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।