নেত্রকোনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী
২০১৮ সালের মধ্যে ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ দেবে সরকার

নেত্রকোনার কেন্দুয়ায় আশুজিয়া জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের শত বর্ষপূর্তি অনুষ্ঠানে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : এনটিভি
বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের শত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
আশুজিয়া জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের প্রমুখ।