ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি ও নলছিটি উপজেলার সিদ্ধাকঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আলম গিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বরিশাল শহরের নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, নলছটি পৌরসভা নির্বাচনের দুদিন আগে গত ২৮ ডিসেম্বর রাতে নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা বহনকালে বিএনপির পাঁচ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় নূরুল আলম গিয়াস এজাহারভুক্ত আসামি।
ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা এবং আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে মিথ্যা মামলায় আসামি করে বিএনপি নেতা নূরুল আলম গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তাঁর মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই।’