নগরকান্দা পৌরসভার স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের এক হাজার ৬৭ ভোটারের মধ্যে ৭৯৪ জন ভোটার ভোট দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রায়হানউদ্দীন মিয়া ৩০ ডিসেম্বরের নির্বাচনে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী থাকায় এ নির্বাচনে ভোটাররা শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট দেন।
সাধারণ কাউন্সিলর পদে মো. লিয়াকত হোসেন (উটপাখি) ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ (পাঞ্জাবি) পেয়েছেন ২৪১ ভোট। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে খাদিজা বেগম (কাঁচি) ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিন সুলতানা (আঙুর) পেয়েছেন ১১৮ ভোট।
নগরকান্দা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর হিসেবে মো. লিয়াকত হোসেন এবং ১ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে খাদিজা বেগমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. সামছুল হক, নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দীন আহমেদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফছারউদ্দীন প্রমুখ।