কিশোরগঞ্জে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

কিশোরগঞ্জে শুরু হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৬ জানুয়ারি স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ ছাড়া জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, স্পন্সর গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক এবং জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ সব পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি ও পেশাজীবী নেতারাও এদিন মাঠে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিজ জেলা কিশোরগঞ্জে টুর্নামেন্টের আয়োজন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।
এ উপলক্ষে আজ সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হলরুমে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
লিখিত বক্তব্যে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রথম পর্যায়ে চারটি গ্রুপে এবং পরে আটটি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে যথাক্রমে এক লাখ টাকা ও ৫০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আরো বলেন, জেলার ক্রিকেট অঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনা এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরির লক্ষ্যে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারবেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান গাজী টায়ার টুর্নামেন্টের স্পন্সর হিসেবে থাকছে।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এম এ কব্বীহ পারভেজ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি না থাকায় ২০১০ সালে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর থেকে আর কোনো লিগ বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন পর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হওয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে জেলার ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে।