‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা এক সূত্রে গাঁথা’

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ফরিদপুরে আজ শুক্রবার সকালে ‘দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সংগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা একই সূত্রে গাঁথা। এ দুটিই অশুভ শক্তি। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
আজ শুক্রবার সকালে ফরিদপুরে ‘দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সংগ্রাম’ শীর্ষক সেমিনারে পঠিত প্রবন্ধে এসব কথা কলা হয়। ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
জেলা সংসদের সভাপতি অধ্যাপক আবদুল মোতালেবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. শফিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক, উদীচী কেন্দ্রীয় সংসদের নেতা অমিত রঞ্জন দে প্রমুখ।