চালকের লাশের পাশে হাত-পা বাঁধা যাত্রী, উধাও মোটরসাইকেল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রিপন বেপারী নামের এক চালককে হত্যার পর তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই মোটরসাইকেলের যাত্রী সোহেল মাতুব্বর নামের এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে লাশের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে উপজেলার বামনকান্দা এলাকার একটি কলাই ক্ষেতের মধ্য থেকে চালকের লাশ ও গুরুতর অবস্থায় যাত্রীকে উদ্ধার করে পুলিশ।
নিহত রিপন বেপারী মাদারীপুরের শিবচর উপজেলার কাইজদ্দিন হাজি কান্দী গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত সোহেলও একই এলাকা বাসিন্দা। রিপনের মোটরসাইকেল ভাড়া করে সোহেল বরিশালের বাকেরগঞ্জে যাচ্ছিলেন।
নিহতের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রিপন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোয়। এর পর আর ফিরে আসেনি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।