ভৈরবে রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে নান্না বিরিয়ানি হাউস নামের একটি রেস্তোরাঁ সিলগালা ও চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং খাবার ও উৎপাদিত পণ্য খোলা রাখার দায়ে এই সিলগালা ও জরিমনা করা হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী।
আদালত সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভৈরব শহরের বটতলা রোড, কাচারি রোড, জামে মসজিদ ও ছবিঘর রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় বটতলা রোডের জনতা হোটেল অ্যান্ড সুইটমিটকে ২০ হাজার, লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, ছবিঘর রোডের হাজী বিরিয়ানি হাউসকে পাঁচ হাজার এবং জামে মসজিদ রোডের নান্না বিরিয়ানি হাউস সিলগালাসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন।