ফরিদপুরে ইয়াবা জব্দ, দুজন গ্রেপ্তার

ফরিদপুর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ৩৭১টি ইয়াবা জব্দ করা হয়েছে বলে র্যাবের দাবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার শাহিদা বেগম (৩২) ও নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর (উত্তরপাড়া) গ্রামের মো. সেলিম রেজা (৪৫)।
র্যাব ৮-এর মেজর মো. মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল শহরের লক্ষ্মীপুর এলাকায় শাহিদার নিজ ঘরে অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সময় এক হাজার চারটি ইয়াবাসহ শাহিদাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে মেজর মোস্তফা জানান, শাহিদা একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছেন। তাঁর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে র্যাব ৮-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম ইয়াবা বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের তালমা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৬৭টি ইয়াবা উদ্ধার করা হয়। নগরকান্দা থানায় তাঁর বিরুদ্ধে মাদকের একটি মামলা দায়ের করা হয়েছে।