ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের ১১৩তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা আয়োজনে আজ শুক্রবার পল্লীকবি জসীমউদদীনের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
urgentPhoto
আজ সকাল সাড়ে ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিমগাছের তলে কবির কবরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয় ও পরিবারের পক্ষসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবির কবর জিয়ারত করা হয়।
এরপর ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামারুজ্জামান সেলিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, অধ্যাপক এম এ সামাদ, মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯০৩ সালের ১ জানুয়ারি পল্লীকবি জসীমউদদীন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লীকবি ঢাকায় মারা যান। পরে পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিমগাছের তলে তাঁকে কবর দেওয়া হয়।