কালাইয়ে একই স্থানে দুই প্রার্থীর পথসভা, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের কালাই পৌরসভায় একই স্থানে দুই মেয়র পদপ্রার্থীর পথসভা ডাকায় সংঘাতের আশঙ্কায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকালে কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার এই পাল্টাপাল্টি পথসভা আহ্বান করেন।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সাজ্জাদুর রহমান সোহেল ও আনিছুর রহমান তালুকদার আজ শনিবার সকাল ১০টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি পথসভার আহ্বান করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সন্ধ্যায় বিষয়টি ইউএনওকে অবগত করা হয়।
কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার জানান, অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে এবং শান্তিশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
১৪৪ধারা জারি করায় আজ সারা দিন বিএনপির কোনো মেয়র পদপ্রার্থী বা সমর্থকদের ওই এলাকায় দেখা যায়নি।
উল্লেখ্য, কালাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।