তিনি ঢাকায় আনেন ফেনসিডিল, রাজশাহী নিয়ে যান ইয়াবা

রাজশাহী থেকে তিনি ঢাকায় নিয়ে আসেন ফেনসিডিল এবং ঢাকা থেকে রাজশাহী নিয়ে যান ইয়াবা। এভাবেই তার মাদক ব্যবসা চলছিল। কিন্তু বাধ সাধল র্যাব। ঢাকা থেকে মোটরসাইকেলে রাজশাহী যাওয়ার পর বিপুল পরিমাণ ইয়াবাসহ সেই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১২০৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাটাখালী থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৫০) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চিহ্নিত ইয়াবা ডিলার আবুল কালাম আজাদ ঢাকা থেকে ইয়াবা নিয়ে আসছেন। এরপর তার গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে এয়ার ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবেই মাদক পাচার করে আসছেন। তিনি ৫০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় যেতেন এবং ফেরার পথে ইয়াবা নিয়ে আসতেন। এসব মাদক তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করতেন।
আাটক যুবকের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।