নওয়াপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলার সময় ওই কার্যালয়ে অন্তত ৫০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁর কার্যালয়ে হামলা, ভাঙচুর চালায়। এর পর থেকে তিনি তাঁর অর্ধশত কর্মী-সমর্থকসহ দেড় ঘণ্টা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
ফারুক হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
ফারুক বলেন, বিকেলে সৌরভ টাওয়ারে প্রধান নির্বাচনী কার্যালয়ে তাঁর কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সুশান্ত দাস শান্তর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায়। চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন।