এমপিওভুক্তি অত্যন্ত বাজে সিস্টেম

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ব্যবস্থা নিয়ে নিজের মত তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এমপিও আমার নিজস্ব বিবেচনায় অত্যন্ত বাজে সিস্টেম। এমপিও অনলি (শুধু) শিক্ষকদের স্বার্থ দেখে। এমপিও স্কুলের স্বার্থ দেখে না, ছাত্রদের স্বার্থ দেখে না।’
আজ বুধবার দুপুর ১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে অনলাইনে নিজের আয়কর দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি আজ এক লাখ ১৭ হাজার টাকা আয়কর জমা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিকরণ (বেতন বাবদ সরকারি অনুদান দেওয়া) পদ্ধতি আর থাকবে কি না—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা একটি কমিটি করে দিয়েছি। এটা নিয়ে তারা কাজ করছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে এটা থাকবে কি থাকবে না, তা বিবেচনা করা হবে।’
বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তারা (বিশ্ববিদ্যালয় শিক্ষকরা) অজ্ঞানতাবশত আন্দোলন করছে। এরই মধ্যে অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কারো দাবি-দাওয়া আর মেনে নেওয়া সম্ভব নয়।’
বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি প্রসঙ্গে মুহিত বলেন, ‘এই ধরনের দাবি খামাখা। তবে আমি বেশ আগে বলেছিলাম, তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দাঁড় করাব। কিন্তু নতুন বেতন কাঠামো হওয়ায় তাদের দাবির যৌক্তিকতা নেই।’
অন্যান্য সংগঠনের দাবি মানা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এখন তো কারো আন্দোলন দেখছি না। নতুন বেতন পেলে সবাই সন্তুষ্ট হবেন।’