ভৈরবে শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মুক্তবাংলা কল্যাণ ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কাপড় বিতরণ করেন।
রাত ৯টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন এলাকায় বস্তিবাসী, ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়। ভৈরব রেলওয়ে নিরাপত্তা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক মানিক শীতার্তদের হাতে কাপড় তুলে দেন।
এ সময় সংগঠনটির চেয়ারম্যান আলহাজ শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলহাজ শাহ আলম জানান, পারিবারিক এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিবছরই অসহায় শীতার্তদের মধ্যে কাপড় বিতরণ করা হয়ে থাকে। সাম্প্রতিককালে এলাকায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কাপড় বিতরণ শুরু করা হয়।

মোস্তাফিজ আমিন, ভৈরব