করিমগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আশরাফ হোসেন পাভেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরো দুই কাউন্সিলর পদপ্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
করিমগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম জানান, আচরণবিধি ভঙ্গ করে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার লাগানোর কারণে তাঁদের অর্থ জরিমানা করা হয়েছে।