হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে

হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালাল আহমদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার এ মামলাটি করে।
গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হক নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে জালাল। বাগবিতণ্ডার জেরে রুমমেট রবিউলকে ছুরি দিয়ে আঘাত করে জালাল। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই রাত সাড়ে ১২টার দিকে আসামি জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। এতে ভিকটিম রবিউলের ঘুম ভেঙে যায়। ভুক্তভোগী সকালে লাইব্রেরিতে যেতে হবে বলে অযথা শব্দ করতে নিষেধ করেন। এতে আসামি রেগে গিয়ে ভুক্তভোগীকে অবৈধ ও বহিরাগত বলে গালাগাল করে। এর প্রতিবাদ করলে ভুক্তভোগীকে আঘাত করেন জালাল।
জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।