‘জনতার মুখোমুখি’ নলছিটির মেয়র পদপ্রার্থীরা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে, তাঁকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র পদপ্রার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে শপথের মাধ্যমে মেয়র পদপ্রার্থীরা এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী, বিএনপির মো. মজিবুর রহমান ও ইসলামী আন্দোলনের আবদুল আজিজ খান উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সুজন নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুজন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ, দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি জেলা সমন্বয়কারী জাকির হোসেন, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের প্রশ্নের জবাব দেন মেয়র পদপ্রার্থীরা। প্রত্যেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেন।