করিমগঞ্জে দুই মেয়র পদপ্রার্থীকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই মেয়র পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত কামরুল ইসলাম চৌধুরী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বর্তমান মেয়র মো. আবদুল কাইয়ুম।
এর মধ্যে কামরুল ইসলাম চৌধুরীকে ১৫ হাজার টাকা এবং মো. আবদুল কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ সোমবার দুপুরে আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার কারণে দুই মেয়র পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।