আচরণবিধি লঙ্ঘন
হোসেনপুরে ৫ মেয়র, ১০ কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ মেয়র পদপ্রার্থী ও ১০ কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। আজ রোববার এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান জানান, আচরণবিধি ভঙ্গ করে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার লাগানোর কারণে প্রার্থীদের এসব জরিমানা করা হয়েছে। পাঁচ মেয়র পদপ্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা এবং ১০ কাউন্সিলর পদপ্রার্থীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাঁচ মেয়র পদপ্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মো. আবদুল কাইয়ুম, বিএনপি মনোনীত মুহাম্মদ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. সৈয়দ হোসেন ও আবদুল কাদির স্বপন এবং মো. আনোয়ার আলী মৃধা।