নেত্রকোনায় প্রতিমা ভাঙচুর

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে উপজেলার রায়পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শ্রীশ্রী জয়কালী মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করে।
বিকেলে বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘন কুয়াশা থাকার সুযোগে মন্দিরে ঢুকে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে।
এ ব্যাপারে মন্দির কমিটি এখনো কোনো অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পরিদর্শক।