ভৈরবে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ‘ভৈরব মুক্ত দিবস’ উপলক্ষে গজারিয়া ইউনিয়ন পরিষদ ওই খেলার আয়োজন করে। ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত লাঠিখেলা আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার দর্শক উপভোগ করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইসার আহমেদ ভূঁইয়া এনটিভি অনলাইনকে জানান, খেলা শুরুর আগে ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা মো. শহীদুল্লাহ কায়সার, মিল্ক ভিটার সাবেক পরিচালক আক্তারুজ্জামান খোকা।