কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আমিনুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলামের বাড়ি উপজেলার সান্ধিকোনা ইউনিয়নের পেরীরচর গ্রামে। তাঁর বাবা প্রয়াত নায়েব আলী।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের জনাব আলীর ছেলে দুদু মহুরীর সঙ্গে মামলা-মোকদ্দমা নিয়ে পূর্বশত্রুতা চলে আসছিল আমিনুলের। সকাল ৯টার দিকে আমিনুল বাড়ির সামনে জমিতে কাজ করতে গেলে দুদু মহুরী ও তাঁর লোকজন হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও বল্লমের ঘা দিয়ে গুরুতর আঘাত করে আমিনুলকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আমিনুলের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব বলেন, নিহতের মাথায় কোপ, পেটে বল্লমের আঘাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।