ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাওখোলা এলাকায় আখক্ষেত থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ (৩৫) উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বিকেলে মোবাইলে জানালে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। লাশটির গলায় বড় একটি আঘাতের দাগ রয়েছে।’ এ ছাড়া লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগে মেরে রাখা হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।