নলছিটিতে হত্যা মামলার ছয় আসামি কারাগারে

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের লুৎফুন্নেছা বেগম হত্যা মামলার ছয় আসামি আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন।
বাদী পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবির জানিয়েছেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহম্মেদ আসামিদের জামিন না মঞ্জুর করে তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণ করেছেন, নাঙ্গুলি গ্রামের খুশি বেগম, মাজেদা বেগম, ডালিয়া বেগম, মো. হাসান মল্লিক, সাইদুর রহমান মল্লিক ও শফিকুল ইসলাম।
মামলার এজাহার থেকে জানা যায়, নলছিটি পৌর এলাকার দক্ষিণ নাঙ্গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিপা আক্তারকে ২০১২ সালের ১০ মার্চ রাতে ধর্ষণের পর নির্মম নির্যাতন করে হত্যা করে প্রতিবেশী শফিকুল ইসলাম, রুহুল আমিন, মাইনুল হোসেন ও ইব্রাহিম। তাঁদের সহযোগিতা করেন আলতাফ মল্লিক ও ডালিয়া বেগম। রিপা হত্যা মামলা তদন্ত করে ২০১৪ সালের ২০ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় সাক্ষী ছিলেন রিপার ফুপু লুৎফুন্নেছা বেগম। আসামিরা জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন ধরে লুৎফুন্নেছা বেগমকে ও অন্য সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন। কিছুদিন পরই আদালতে রিপা হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে জানতে পেরে আসামিরা মামলার সাক্ষী লুৎফুন্নেছা বেগমকে গত ৫ নভেম্বর হত্যা করে। পরের দিন বাড়ির পাশের ধানক্ষেত থেকে লুৎফুন্নেছার লাশ উদ্ধার করে পুলিশ।