বিজয় দিবসে জয়পুরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু। জেলা প্রশাসক (ডিসি) আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।