আওয়ামী লীগের প্রার্থীকে ভৈরব নাগরিক কমিটির সমর্থন

ভৈরব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ফখরুল আলম আক্কাছকে সমর্থন জানিয়েছে সদ্য গঠিত ভৈরব নাগরিক কমিটি। আজ সোমবার সকালে কমিটির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় ফখরুল আলম আক্কাছ সভায় উপস্থিত ছিলেন।
ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন প্রবীণ শিক্ষানুরাগী ও ভাষাসৈনিক জহিরুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুল বাসেত, ভৈরব কে বি পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মির্জা সুলায়মান, এমপি গালর্স পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ভৈরবের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত ও বাস্তবায়নের লক্ষে গত ২০ নভেম্বর স্থানীয় রোটারি ক্লাব কার্যালয়ে এক সভা থেকে ১৫১ সদস্যবিশিষ্ট এ নাগরিক কমিটি গঠন করা হয়। ভৈরবের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক ৫১টি সংগঠনের প্রধানসহ পৌর এলাকার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয় অধ্যাপক আতাউর রহমান আর সদস্য সচিব করা হয় সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুরকে।
এ ব্যাপারে কমিটির সদস্য সচিব সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুর এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম শ্রেণির মর্যাদার এই প্রাচীন পৌরসভার নাগরিকদের অনেক অধিকার ও প্রাপ্তি এখনো সুনিশ্চিত হয়নি। কাঙ্ক্ষিত উন্নয়ন নেই বেশ কয়েক বছর ধরে। আর এজন্য দায়ী যেমন সরকারের সুদৃষ্টি তেমনি সঠিক নেতৃত্ব। তাই ভৈরব পৌরসভার নাগরিকদের অধিকার সুনিশ্চিত করা এবং সঠিক কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষে নাগরিক কমিটি মনে করছে আওয়ামী লীগের প্রার্থী ফখরুল আলম আক্কাছ যোগ্য। তিনি এর আগে পরপর দুইবারের নির্বাচিত মেয়র হিসেবে পৌরবাসীর জন্য যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন, তা কিংবদন্তি তুল্য।
আল মনসুর আরো বলেন, ‘প্রজ্ঞা, মেধা, চিন্তা, চেতনা আর পরিকল্পনায় তাঁর (ফখরুল আলম) মতো আপাতত আর কোনো প্রার্থীকে যোগ্য হিসেবে মনে না করায় নির্দলীয় এই নাগরিক কমিটি তাঁকেই সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করে।’