যশোরের সাবেক এমপি জামায়াত নেতা আটক

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুহাদ্দিস আবু সাঈদ। ফাইল ছবি : এনটিভি
যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুহাদ্দিস আবু সাঈদকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরো ৪৮ জনকে আটক করেছে বলে জানিয়েছেন যশোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাফিন আহমেদ। আটক সবাই বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ যশোরের পদ্মবিলা মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর ছেলে হাবিব কায়সার জানান, গতকাল রোববার বিকেল ৩টার দিকে যশোর সদর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে পুলিশ তাঁর বাবাকে আটক করে।