বেনাপোলে বিরল প্রজাতির ৮৭৪টি কচ্ছপ জব্দ

যশোরের বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে ৮৭৪টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেছেন বর্ডাব গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার সকালে এ কচ্ছপগুলো জব্দ করা হয়।
বিজিবির দাবি, কচ্ছপগুলোর বাজারমূল্য দুই কোটি ১৮ লাখ টাকা।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে চোরাইপথে বিপুলসংখ্যক বিরল প্রজাতির কচ্ছপ পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাগজপুকুর এলাকায় অভিযান চালান। ওই সময় পরিত্যক্ত অবস্থায় বস্তাবোঝাই ৮৭৪টি জীবিত কচ্ছপ জব্দ করা হয়।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, কচ্ছপ জব্দের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কচ্ছপগুলো বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।