ভৈরবে মেয়র ও ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় এক মেয়র ও পাঁচ সাধারণ কাউন্সিলর প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবে আলম।
ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুরে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবদুল লতিফ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে সকাল থেকে বিকেল ৫টার মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী কামরুল হাসান, ৪ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান সরকার, ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন ও ১১ নম্বর ওয়ার্ডের রাব্বির আহমেদ সোহাগ তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এই প্রত্যাহারের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভৈরব পৌরসভা নির্বাচনে চূড়ান্তভাবে আওয়ামী লীগের ফখরুল আলম, বিএনপির হাজি মো. শাহীন, স্বতন্ত্র আলহাজ সোহেল আহম্মেদ মেয়রপদে এবং ১২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী লড়বেন।