মিয়ানমারের ৯২ জেলেকে টেকনাফ থানায় সোপর্দ

কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক মিয়ানমারের ৯২ জেলেকে টেকনাফ থানায় সোপর্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার ১২টি মাছ ধরার ট্রলারসহ অন্তত ১০ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক জেলেদের দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।
সেন্টমার্টিন নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট এস এম সাইফুল আলম কিবরিয়া জানান, নৌবাহিনীর সদস্যরা বিএন ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেওয়ার সময় সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মিয়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে অনুপ্রবেশের অভিযোগে এসব ট্রলারসহ ৯২ মাঝিমাল্লাকে আটক করা হয়।