ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যৌথ অভিযানে মোছা. আকলিমা আক্তার (২৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর আশুগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০০ পিস ইয়াবা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন মোবাইল, ১১টি দেশীয় অস্ত্র ও তিন লাখ ৩৬ হাজার ৯২০ টাকা নগদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আকলিমা আক্তার সদর উপজেলার খাটিহাতা গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার স্বামী মো. সুমন মিয়া (৩৬) পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।