‘টাকা আত্মসাৎ করতে না পেরে স্কুলশিক্ষককে হত্যা’

স্কুলের টাকা আত্মসাতে বাধা হয়ে দাঁড়ানোয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার দুজনকে আটক করা হয়েছে।
তাঁরা হচ্ছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও মনাস গ্রামের বাসিন্দা ফুয়াদ খান বাবুল (৩৫) ও কালা চাঁন।
গতকাল সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে অর্জুন বিশ্বাসকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার রামপুর দশাল গ্রামের বাসিন্দা।
হত্যার পরপরই উপজেলার সব প্রাথমিক স্কুলের শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে স্কুল ছুটি ঘোষণাসহ উপজেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার উপজেলার সব স্কুলে কর্মবিরতি পালন এবং স্থানীয় স্মৃতিসৌধে বেলা ১১টা থেকে অবস্থান, মানববন্ধন ও সমাবেশ করবে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের ৩০ হাজার টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
স্থানীয় সাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, স্কুলের টাকা আত্মসাৎ করতে না পেরে এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত অর্জুন বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই কাজল বিশ্বাসও একই অভিযোগ করেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বলেন, ঘটনার পরপরই জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান জানান, হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন, বেলা ১১টা থেকে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অবস্থান, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান ও শিক্ষক নেতা।