নেত্রকোনায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

নেত্রকোনার বারহাট্টায় উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার রামপুর দশাল গ্রামের নিজ বাড়ি থেকে ছয়গাঁও গ্রামে স্কুলে যাওয়ার পথে আজ বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অর্জুন বিশ্বাসের সঙ্গে গ্রামের ফুয়াদ খান বাবুলের স্কুলের হিসাব-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে অর্জুন স্কুলে যাওয়ার পথে অতর্কিত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মনাষ গ্রাম থেকে ফুয়াদ খান বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।