নেত্রকোনায় ছাত্রশিবির নেতা আটক

বাংলাদেশ ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিনকে (২৪) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা শহরের কাটলী এলাকার বঙ্গবন্ধু মোড় থেকে তাঁকে আটক করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবউদ্দিনের বাড়ি সদর উপজেলা কাইলাটী ইউনিয়নের দরুণবালী গ্রামে।