নেত্রকোনায় ইয়াবাসহ চাকরিচ্যুত বিজিবি সদস্য আটক

নেত্রকোনায় ১ হাজার ৪০০ ইয়াবা বড়িসহ আটক চাকরিচ্যুত বিজিবি সদস্য আরিফুল ইসলাম ওরফে আরিফ (মধ্যে)। ছবি : এনটিভি
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ ইয়াবা বড়িসহ চাকরিচ্যুত বিজিবি সদস্য আরিফুল ইসলাম ওরফে আরিফকে (২৩) আটক করেছে।
গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে একদল ডিবি পুলিশ শহরের সাতপাই কেডিসি এলাকার হুমায়ুনের বাসা থেকে আরিফুলকে করে। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৪০০ নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
আজ রোববার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে ইয়াবাসহ আরিফকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, আরিফ বিজিবির একজন চাকরিচ্যুত সদস্য। তাঁর গ্রামের বাড়ি জেলার মদন উপজেলার দক্ষিণপাড়ায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আরিফের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।