ঝালকাঠিতে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল খালেকের (৫৫) বাড়ি ওই গ্রামেই। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরের পর খালেক গরুর জন্য ঘাস কাটতে ঘর থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করেন। এর পর দিবাগত রাত ২টার দিকে একটি ধানক্ষেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিব জানান, খবর পেয়ে পুলিশ আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
নিহতের ছেলে ফয়সাল হোসেন জানান, তাঁদের পরিবারের সঙ্গে স্থানীয় একটি মহলের জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এর জের ধরে তাঁর বাবাকে হত্যা করা হতে পারে। তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত নন বলেও জানান।