ময়মনসিংহে হেরোইন, প্যাথেড্রিনসহ তিনজন আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৬০ গ্রাম হেরোইন ও ৮৬৯টি প্যাথেড্রিন ইনজেকশনসহ আটক তিনজন। ছবি : এনটিভি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৬০ গ্রাম হেরোইন ও ৮৬৯টি প্যাথেড্রিন ইনজেকশনসহ তিনজনকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদকবিরোধী বিশেষ দল আজ মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক তিনজন হলেন ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল হোসেন (৫৮) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম ওরফে হোসনে আরা (৫৬) এবং সানকিপাড়া এলাকার মো. মতিন (৫৮)। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ২-এর পরিদর্শক কাইয়ুম ও উপপরিদর্শক মাসুদ আহমেদের নেতৃত্বে একটি দল সদর উপজেলার মির্জাপুর ও শহরের জেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং এ অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে এপিবিএনের কমান্ডিং অফিসার মো. মুনিবুর রহমান।