রাতের খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু, মা অসুস্থ

ফরিদপুরে রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। একই কারণে তাঁদের মা গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
নিহত দুই শিশু হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুকলাল মালোর মেয়ে অনিতা মালো (১২) ও ছেলে সুব্রত মালো (৮)।
ফরিদপুর মেডিকেলে ভর্তি সুকলাল মালোর স্ত্রী রেনু মালো জানান, দুপুরে তরকারি রান্না করে তাঁরা ভাত খান। রাতে একই তরকারি দিয়ে খাওয়ার পর তিনি ও তাঁর দুই ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস শুভ এনটিভি অনলাইনকে বলেন, গতকাল রাত ১টার দিকে তারা তিনজন হাসপাতালে ভর্তি হয়। তখন থেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু খাদ্যে বিষের পরিমাণ খুব বেশি ছিল। সকালে দুই শিশুর মৃত্যু হয়। শিশুদের মা রেনু মালোকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেনু মালো বলেন, তরকারির সঙ্গে কে কী মিশিয়েছে তিনি জানেন না।
যোগাযোগ করা হলে ফরিদপুরের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, অজ্ঞাত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের রামপ্রসাদের মেয়ে রূপা কীর্ত্তনীয়া (১২) রোববার দিবাগত রাতে বিষাক্ত কীটনাশক পান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রূপা কীর্ত্তনীয়ার মা জানান, রাতে তাঁর মেয়ে অসুস্থ বোধ করলে সে জানায়, বিষ খেয়েছে। কিন্তু কী কারণে খেয়েছে তা বলেনি।