কেন্দুয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কাওরাত কোনাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তৌফিকুল ইসলাম (৪২) ওই গ্রামের আজহারুল ইসলামের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, প্রতিবেশী আব্দুল হাইয়ের (৫৫) সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৌফিকের বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে কাজ করতে গেলে হাই তাঁর দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দা দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, তৌফিকের ঘাড়, পিঠ ও বুকে ধারালো দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।